Breaking News

চাল নিয়ে মিল মালিকদের সঙ্গে সভায় যে চার সিদ্ধান্ত গ্রহণ…

চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে দেশের অটোরাইস মিল মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো:

১. চালের মূল্য বৃদ্ধি রোধে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা হবে এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

২. ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত করা যাবে না এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৩. আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে।

৪. খাদ্য বিভাগের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট সবাই যার যার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সভায় খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে অটোরাইস মিল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মিল মালিকরাও চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *