Breaking News

তেল আবিবে বন্দুক নিয়ে প্রবেশ করে গুলি, ৮ ইসরায়েলি নিহত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের পার্শ্ববর্তী এলাকা জাফাতে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। খবর জেরুজালেম পোস্ট

এ ঘটনায় দুই বন্দুকধারীকে নিবৃত্ত করেছে পুলিশ। নিহত পরিবারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যেছে, ওই বন্দুকধারীরা রেলওয়ে স্টেশনের লাইট বন্ধ করে গুলি চালায়।

ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক সার্ভিস মেগান ডেভিডি আদম (এমডিএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়েছে।

এমডিএ আরও জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *