Breaking News

১৪টি তলোয়ার ও বিদেশি এয়ারগানসহ যুবলীগ নেতা আটক

কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ মো. মোতাব্বির হোসেন জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় মোতাব্বিরের বাড়ি থেকে একটি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, তিনটি চাকু, পাঁচটি স্টিক ও নগদ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক মোতাব্বির স্থানীয় ফারজানা ট্রান্সপোর্টের মালিক। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার, তারিক হায়দার ও লালন হায়দারের আপন ভাগনে। তাকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চার থেকে পাঁচ আগস্ট কুমিল্লা জেলায় ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *