Breaking News

কাবার গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দার সচিবালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহ।

গত সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।

গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছান ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।
তাঁর প্রচেষ্টায় সৌদি আরব সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রীদের গ্রহণ করতে সম্মত হয়েছে বলেও তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে। বাংলাদেশ পরীক্ষামূলকভাবে জাহাজে হজযাত্রীদের একটি দল পাঠানোর চিন্তা করছে।

মুসলিম ধর্মবিশ্বাস অনুসারী কাবাঘর পৃথিবীর পবিত্রতম স্থান। কাবাঘরের দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করেন।

পবিত্র এই ঘর গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। মুসলমানদের কাছে কাবাঘর ও এর গিলাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এই গিলাফ দেওয়ায় বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে, যা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন আরো গভীর করবে।

উল্লেখ্য, পবিত্র কাবাঘরের গিলাফ প্রতিবছর হজের সময় পাল্টানো হয়। পুরনো গিলাফটি ছোট ছোট টুকরা করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *