Breaking News

চাঁদা তোলা ছেড়ে হিজরা এখন চা বিক্রেতা

প্রতিপক্ষের লোকজনের হামলায় পণ্ড হয়ে গেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলন। এতে কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, “ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের পাঠানো শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারাদেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই হামলার চালিয়েছে।”

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে ঢাকা সড়ক পরিবহন সমিতি ছিলো তাদের নিয়ন্ত্রণে। এনায়েত উল্লাহ খন্দকার ছিলেন এই সমিতির মহাসচিব। আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি নেতা সাইফুল ও বাতেন সমিতির নিয়ন্ত্রণ নেয়। এর বিপরীতে আরেকটি পক্ষও সড়ক পরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সূত্র ও ভিডিও : সমকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *