Breaking News

ঘরে প্রতি দিন বিরিয়ানি খেতে ভালো লাগে না সেই জন্য বাহিরে গেছে লেটকা খিচুড়ি খাইতে

কয়েক মাস ধরে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবরকে ঘিরে তোলপাড় চলছে বলিউডে। এখন নতুন গুঞ্জন, ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন সংসার পাততে চলেছেন অভিষেক। বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন তিনি।

বিটাউনে জোর চর্চা যে মুম্বাইয়ের জুহু এলাকায় এক নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক বচ্চন। অ্যাপার্টমেন্টটি অমিতাভ বচ্চনের বাংলো জলসার খুব কাছেই।

অভিষেকের এই নতুন বাসার খবরের পর বিটাউনে এখন নতুন এক গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছে। ফিসফাস চলছে, জুনিয়র বচ্চন এবার জলসা ছাড়তে চলেছেন। আর তিনি নাকি তল্পিতল্পা গুটিয়ে এখন তাঁর নতুন বাসায় থাকতে চলেছেন। স্ত্রী ঐশ্বরিয়া আর মেয়ে আরাধ্যাকে নিয়ে নতুন এই ফ্ল্যাটে অভিষেক থাকবেন। এই বিলাসবহুল ফ্ল্যাটটির দাম যে বেশ চড়া, তা বলার অপেক্ষা রাখে না। তবে ফ্ল্যাটটি কিনতে অভিষেকের পকেট থেকে কত কোটি গেছে, তা এখনো জানা যায়নি।

মুম্বাইয়ে বচ্চন পরিবারের বেশ কিছু সম্পত্তি আছে। জলসার আশপাশেই তাঁদের কিছু ফ্ল্যাট ও বাংলো আছে। কিছুদিন আগে খবর ছিল যে অভিষেক বোরিবলির ওবেরয় স্কাই সিটি প্রজেক্টে ছয়টি ফ্ল্যাট কিনেছেন।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের চার বছর পর ঐশ্বরিয়ার কোল আলো করে এসেছিল মেয়ে আরাধ্যা। বেশ কিছু মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবরে মুখর বিটাউন।

এমনকি বেশ কিছু গণমাধ্যম বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদের খবরে শিলমোহর লাগিয়ে দিয়েছিল।

সম্প্রতি দুবাই বিমানবন্দরে অ্যাশের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। তাই তাঁদের বিবাহবিচ্ছেদের খবর আরও জোরদার হয়ে ওঠে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে দেখা যায়নি। অ্যাশ মেয়েকে নিয়ে বিয়েতে আলাদা গিয়েছিলেন। পরে অভিষেক বলেছিলেন, তাঁদের বিবাহবিচ্ছেদের খবর গুঞ্জনমাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *