Breaking News

কুমিল্লায় নিজ বাড়িতেই বিয়ে করলেন হাসনাত, স্ত্রীও ‘ঢাবি শিক্ষার্থী’

কুমিল্লায় গ্রামের বাড়িতে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হাসনাতের একাধিক বন্ধু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক সমন্বয়ক বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসনাত বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন অ্যাকটিভিস্ট আব্দুল্লাহ হিল বাকী, সমন্বয়ক তারিকুল ইসলাম, আব্দুল কাদের, আবু বাকের মজুমদারসহ অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, গতকাল (শুক্রবার) রাতে ঘরোয়া আয়োজনে হাসনাত আবদুল্লাহর বিয়ে সম্পন্ন হয়েছে। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে শনিবার ফেসবুকে কেউ কেউ গুজব ছড়ায় যে, হাসনাতের বিয়ে হয়নি। তবে সময় সংবাদকে মুঠোফোনে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন হাসনাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *