Breaking News

ফেসবুকে প্রেম, বিয়ে করতে গিয়ে দেখলেন বসে আছে স্ত্রী

স্বামী পরকিয়ায় লিপ্ত এমন সন্দেহ হয় স্ত্রীর। বিষয়টির সত্যতা নিশ্চিত করতে স্বামীর ওপর এক প্রকার গোয়েন্দাগিরি চালালেন স্ত্রী। ফেসবুকে ভুয়া আইডি খুলে স্বামীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় সে। স্বামীও মেয়েদের আইডি দেখে অপেক্ষায় না রেখে রিকুয়েস্ট গ্রহণ করেন। এরপরই শুরু হয় চ্যাটিং। ভারতের মুর্শিদাবাদের ডোমকলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী বিক্রম মণ্ডল। তিনি ডোমকলের মোমিনপুরের বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। রয়েছে দুই ছেলেও।

তার বিরুদ্ধে অভিযোগ, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। আর তা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। এরপর স্বামীকে শায়েস্তার করতে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন প্রেম করার পর বিক্রম মণ্ডর প্রেমিকার সঙ্গে দেখা করতে অস্থির হয়ে পড়েন। তবে প্রেমিকাও তাকে বিয়ের শর্তে দেখা করার সুযোগ দেয়। এতে কোনোকিছু না ভেবেই রাজি হয় বিক্রম।

শেষে প্রেমিকার সঙ্গে দেখা করতে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে যান ডোমকল বাসস্ট্যান্ডে। সেখানে আগে থেকেই বসে ছিলেন ফেসবুকের প্রেমিকা। ঘটনাস্থলে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি বিক্রম। যার সঙ্গে তিনি ফেসবুকে এতদিন প্রেম করে আসছেন তিনি আর কেউ নন স্বয়ং তার স্ত্রী।

স্বামীর এমন অপকর্ম হাতেনাতে ধরার পর ভাইদের দিয়ে বেধড়ক মারধর করেন স্ত্রী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র : চ্যানেল২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *