Breaking News

পলকের বিরুদ্ধে মুখ খুললো সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়া ইডেন ছাত্রী!

সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়া ইডেন কলেজ ছাত্রী মুক্তা সুলতানা এবার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন। মুক্তা সুলতানা চাকরিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকবার কুপ্রস্তাব পেয়েছেন তাকে ১০০০০০০ টাকার অফার করা হয়, এমনকী কৌশলে আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে দেওয়ার জন্য বলা হয়।

পলক আমাকে বলেন আমরা আগামী ২৫ সালের মধ্যে ১০০০০০ কর্মসংস্থান সৃষ্টি করব আইসিটি ডিভিশনের আওতায় এবং সেই প্রকল্পেও কনটেন্ট ডেভেলপার এবং সোশ্যাল কমিউনিকেশন অফিসার হিসেবে আমাদের আইসিটি ডিভিশনে কাজ করবে বলে আমার কাছ থেকে চাকরিতে আবেদনের বয়স ৩৫ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *