Breaking News

আ.লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

তিনি বলেন, ‘যারা এ দেশের ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে, খুন করেছে, গুম করেছে- তাদের এই দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই। তাই আমরা শিক্ষার্থীরা এই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্বৈরাচারের সব দোসর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছি।’

এর আগে শুক্রবার মধ্য রাতে নগরীর জামালখান এলাকায় আওয়ামী লীগ মিছিল বের করে। এর প্রতিবাদে আজ বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *