Breaking News

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক, তথ্য ও প্রযুক্তি (এজিএম, আইটি) সাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় পৃথক দুটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আটক এজিএম সাকিল আহমেদ একটি মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি। শুক্রবার দুপুরে পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার এজিএম সাকিল আহমেদকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানোর প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *