Breaking News

দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী’র হাতে ইমাম খু”ন!

সিলেটে প্রথম স্ত্রীর হাতে এক নিহত হয়েছেন একজন ইমাম। পুলিশের ধারণা, দ্বিতীয় বিয়ে করায় ইমামের ওপর ক্ষুব্ধ ছিলেন প্রথম স্ত্রী। এই ক্ষোভ থেকেই তিনি স্বামীকে হত্যা করেছেন। পুলিশ তাকে আটক করেছে।

শুক্রবার রাতে জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা রুহুল আমি। তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ডেমি গ্রামের বাসিন্দা ও হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। আটক নারীর নাম নাদিয়া বেগম।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, শুক্রবার রাতে কোনো এক সময় নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথম অচেতন করে। পরে শ্বাসরোধে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবারবাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনদের জানান, স্বামীকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই সময়ের মধ্যে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ নাদিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি তিনি জানান, রুহুল আমিন ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন থেকেই কলহ চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *