Breaking News

ছেলে নিহতের চার ঘণ্টা পর মারা গেলেন বাবা

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি তার অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। এদিকে ছেলের মৃত্যুর কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম জেলার আলফাডাঙ্গা পৌর সদরের নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম দীর্ঘদিন প্যারালাইজড হয়ে বাড়িতে ছিলেন। ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পরে তিনিও মারা যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গার বামনকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান কালবেলাকে বলেন, শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বামনকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরিফুলের বাবাও বার্ধক্যজনিত কারণে সন্ধ্যায় মারা গিয়েছে বলে আমরা জানতে পেরছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *