দিনাজপুরের হিলিতে পেঁয়াজ কেজিতে কমেছে ১০ টাকা এবং আলুর দাম কমেছে কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা। যা এক সপ্তাহ আগেও পণ্য দুটির দাম ৫ থেকে ১০ টাকা বাড়তিতে কিনতে হয়েছিলো। শুল্ক কমানোর কারণে দাম কমেছে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে, দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
জানা গেছে, এক সপ্তাহ আগেও হিলিতে বড় জাতের আলু কেজিপ্রতি বিক্রি হয়েছিল ৫০ টাকা, যা এখন ৪ টাকা কমে ৪৬ টাকা এবং ছোট জাতের আলু ৫ টাকা কমে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা কমে ১১০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ ও আলু কিনতে আসা আমিনুর বলেন, গত কয়েক দিনের তুলনায় হিলির বাজারে আলু এবং পেঁয়াজের দাম একটু কমেছে। আমরা চাই বর্তমান সরকার নিত্যপণ্যের বিষয়ে একটু কঠোর নজরদারি দেবেন। যদি আলু ২০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকার মধ্যে থাকতো তাহলে সাধারণ মানুষ একটু ভালোভাবে বাঁচতে পারতো।
হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রাশেদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলিতে আলু এবং পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে বড় জাতের আলু ৪ টাকা কমে ৪৬ টাকা এবং ছোট জাতের আলু ৫ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ১১০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, বলেন ওই বিক্রেতা।