Breaking News

ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহ

বৃহস্পতিবার দিবাগত (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

পোস্টে তিনি কতিপয় ব্যক্তির উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।

ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *