Breaking News

পল্লী বিদ্যুতের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিশাল বড় সুখবর

পল্লী বিদ্যুতের বিলে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে গোলাম রাব্বানী বলেন, ‘সরকারি কোনো প্রতিষ্ঠানের সেবার মান বা মূল্য নিয়ে জনমনে প্রশ্ন উঠলে জনস্বার্থে সেটার স্বচ্ছতা ও জবাবদিহিতা আবশ্যক মনে করি। নৈতিক দায়বদ্ধতা থেকেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত, প্রশ্নগুলোর উত্তর দেওয়া। না হলে বিল পেপারের উপরে লাল হরফে লেখা দেশপ্রেমের বাণী আপনারা কতটা ধারণ করেন, সেটা নিয়েও জনমনে প্রশ্ন উঠবে বৈকি!

(১) ডিমান্ড চার্জটা কী? কেন ডিমান্ড চার্জের নামে এই ৫০ টাকা নেওয়া হচ্ছে? এই টাকাটার গন্তব্যস্থল কোথায়?

(২) মিটার তো গ্রাহকের টাকায় কেনা। নিজের টাকায় মিটার কিনে মাসিক ১০ টাকা ভাড়া দিতে হবে কেন?

এভাবে কত দিন মিটার ভাড়া দিতে হবে? দু-এক মাস নাকি প্রতি মাসেই? নাকি আজীবন? সরকার নিচ্ছে ভ্যাট, আর পল্লী বিদ্যুৎ নিচ্ছে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ, বিলম্ব মাশুল ইত্যাদি। পল্লী বিদ্যুতের অধিকাংশ গ্রাহক নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ! তো, তারা এহেন শোষণ আর কতদিন সহ্য করবে? বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, শ্রদ্ধেয় অগ্রজ জনাব নসরুল হামিদ বিপু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *