Breaking News

৯টি সময়ে ভুলেও বউয়ের সঙ্গে শারিরীকভাবে মিলিত হবেন না

১. ইউ’টিআই রো’গে, ২. গ’র্ভাবস্থায় নিরাপদ নয়, ৩. মা’নসিক দ্ব’ন্দ্ব, ৪. সন্তান প্রস’বের পর, ৫. যৌ’না’ঙ্গের জ্বা’লা-য’ন্ত্র’ণায় ৬. ও’ষুধ এবং মা’দ-৭. পেপ টেস্টের আগে। ৮. যখন নিরাপদ নয় : অবাধ মেলামেশার ফলে হতে পারে সন্তা’নধারণ। ও ৯. জো’র নয়, জো’র করে কোনো মানেই হয় না।

আরও পড়ুন : দেশের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন তাহসান-মিথিলা। প্রাক্তন এই দম্পতিকে অনেকেই আইডল মানতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদেরই সংসার টিকেনি। তাহসানের ঘর ছেড়ে কলকাতার নামী নির্মাতা সৃজিতের সঙ্গে সংসার পেতেছেন মিথিলা।

কয়েকদিন আগে মেয়ে আইরার সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন তাহসান খান। সে সময়ের একটি ভিডিও এই অভিনেতা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ভিডিওটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

তাহসানের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্সে মিথিলাকেও মন্তব্য করতে দেখা গেছে। বাবা-মেয়ের খুনসুটি দেখে মজা পেয়েছেন তিনি। হাসির ইমোজি পোস্ট করেছেন।

জবাবে তাহসান মিথিলাকে ট্যাগ করে লিখেছেন, ‘সেন্স অব হিউমার একদম আমার মতো।’ তাহসানের এমন মন্তব্যে সহমত পোষণ করে মিথিলা লিখেছেন, ‘হ্যাঁ, ঠিক তাই।’ আরেকটি মন্তব্যে এ অভিনেত্রী আইরার উচ্চারণের কথাও স্মরণ করিয়ে দেন।

তাহসান-মিথিলার মন্তব্যে অনেক ভক্ত অনুরাগী লাইক রিঅ্যাক্ট দেন। যদিও বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, তারা দুজনের কথোপকথন মুছে ফেলেছেন। যদিও এর কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ অক্টোবর বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাহসান-মিথিলা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও মেয়ে আইরার কারণে নিয়মিত যোগাযোগ হয় তাদের। তবে সেটা একান্তই ব্যক্তিগত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার এমন আলাপচারিতায় মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *