Breaking News

মেসির গোলে হার এড়াল মায়ামি

রোববার (২৯ সেপ্টেম্বর) শার্লটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মেসির গোলে ড্র করতে সক্ষম হয় তারা। এ নিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন ডেভিড বেকহ্যামের দল, তিন ম্যাচেই ড্র করেছে তারা।

শার্লটের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন টানা মার্টিনো। আক্রমণে ছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি। রক্ষণে বুসকেটস ও জর্দি আলবাদের মতো অভিজ্ঞরা। তবুও প্রত্যাশিত ফল পায়নি দল। যদিও অষ্টম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল তারা। গোলরক্ষককে অনেকটা একা পেয়েও দুর্বল শটৈর কারণ জালের দেখা পাননি মেসি। ৩৬ মিনিটে মেসির বুলেট গতির শট যায় একটু বাইরে দিয়ে।

গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। ব্রানডট ব্রোনিকোর শটে পা লাগিয়ে জালের দেখা পান কারোল সুইডারস্কি।

৬৩ মিনিটে একবার পরাস্ত হন মেসি। ২ মিনিট পর আবার তাকে ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক। কিন্তু ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। পোস্টের কোণা বরাবর দূরপাল্লার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ড্রই করে ইন্টার মায়ামি।

এ ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইন্টার মায়ামি। শার্লট ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *