নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বউভাত অনুষ্ঠানে রান্না-বান্নার লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা মারা গেছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির নাম বিশ্বনাথ খা (৬৫)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন বিশ্বনাথ খা। শনিবার ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। কয়েকশ মানুষের খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। সকাল থেকেই রান্না-বান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিশ্বনাথ খা।
পরিবারের লোকজন উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমাউড়া গ্রামের বাসিন্দা ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, কিশোর বয়সেই বিশ্বনাথ খা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে মুসলিম পরিবারে বিয়ে করে দাম্পত্যজীবন গড়ে তোলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।