Breaking News

বা’সর রাতে বউ’য়ের কিছু গোপন বিষয় জানতে পারলাম।

বাসর রাতে জানতে পারলাম আমার বউ তরীর একটা দোষ আছে। জিনিসের নাম মনে না আসলে “ওটা ” শব্দটা ব্যবহার করে।

স্মরণ শক্তি কম হলে, তেমন’ টা মানুষের হয়ে থাকে। তার “ওটা” শব্দের জন্য, আমার জীবন ছারখার হওয়ার অবস্থা।

সে আমাকে ফুলসজ্জার রাতে বলল, “শাওন তোমার ওটা খুব সুন্দর!” আমি চোখ বড় করে রাখলাম। তাকে আমি আবার কখন “ওটা” দেখালাম। মেয়ে দেখছি ভেরি ফ্রাস্ট। চিন্তা করেই, ছবি এঁকে ফেলেছে মনে।

আমি ল’জ্জা পেয়ে বললাম,” না মানে ইয়ে যতটা সুন্দর ভাবছ, ততটা না। দেখলেই বুঝতে পারবে।”

তরী বলল, “তোমার ওটা তো আমার চোখের সামনেই। খুব ছোট”

আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম, প্যা’ন্ট ছিঁড়া কিনা। হাত দিয়ে দেখলাম, না ঠাণ্ডা লাগছেনা। তার মানে প্যান্ট তো ঠিকাছে। কীভাবে বুঝল ছোট?

সে কি এরকম আরো দেখেছে?

আমি গরম হয়ে বললাম “তুমি কীভাবে জানো ওটা ছোট? তুমি কী কয়েক’টা মেপে দেখেছ নাকি?”

এবার সে কান্নাভাব বলল “দেখলে সমস্যা কোথায়? ওটাতো সবাই দেখে!”

– কী বলো? সবাই দেখে?

– আমার এক বান্ধবী তমারও ওটা ছিল। আমরা ধরে ধরে দে’খ’তা’ম।

বি:দ্র:- খারাপ মাইন্ডে নিবেনা আমরা শুধু এন্টারটেইনমেন্টের জন্য এই পোস্টটি দিয়ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *