Breaking News

পুরুষের শা’রী’রিক ক্ষমতা বৃদ্ধির ঔষধ নিয়ে জরুরি কিছু কথা!

বিবাহিত পুরুষের শারীরিক ক্ষমতা বৃদ্ধির ঔষধ – অনেকের দেখাযায় অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে শুক্র সল্পতা দেখা দেয় অর্থাৎ শু’ক্রা’ণুর মাত্রা কমে যায় এবং semen (বী’র্য) পাতলা হয়ে যায়। আপনার শরীররে যদি শু’ক্রা’ণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন।

দ্রুত বী’র্যপাত আমাদের দেশের ১টি কমন সমস্যা। আমাদের দেশে শতকরা ৮০% লোক এই সমস্যায় ভুগতেছেন। তার প্রধান কারন পর্ণ আসক্তি, অতিরিক্ত হ’স্তমৈ’থুন ও মানসিক দুশ্চিন্তা।

বিজ্ঞানীরা গবেষনা করে এর নানান যুগোপোযোগী সমাধান বের করেছেন। তেমনি ১টি সমাধান হল সেক্স ডিলে স্প্রে ব্যাবহার করা। যা মিলনের ১৫-২০ মিনিট আগে পে’নিসের মাথায় ২ বার স্প্রে করে ৪০-৬০ মিনিট পর্যন্ত স’হবা’স করতে পারবেন। বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যায়। এদের মধ্যে জার্মানীর স্প্রে গুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি কোন ঔষধ নয় শুধুমাত্র বাহ্যিক ব্যাবহারের জন্য।

যৌ’ন রোগের কিছু হোমিওপ্যাথি ওষুধ, জানা থাকা ভালো
যৌ’ন শক্তির দুর্বলতা, দ্রুত বী’র্য নির্গত হওয়া, স্ব’প্নদোষ, ধ্বজভঙ্গ পুরুষদের কমন যৌ’ন রোগ। প্রায়ই শোনা যায় এ সব রোগের কথা। অ্যালোপ্যাথি চিকিৎসা শাস্ত্রে এসব রোগের কার্যকর চিকিৎসা খুবই কম। তবে হোমিওপ্যাথি শাস্ত্রে যৌ’ন সমস্যার কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা রয়েছে।

এখানে বিভিন্ন যৌ’ন সমস্যা ও রোগের হোমিও ওষুধের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো। যা জানা থাকলে আপনিও প্রয়োজনে সহজে সেবা নিতে পারবেন।

লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।যৌ’ন শক্তির দুর্বলতা, দ্রুত বী’র্য নির্গত হওয়া, স্ব’প্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।

সাধারণত গনোরিয়া রোগের পরে যৌ’ন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।

ঘরে বসেই মোবাইল দিয়ে ইনকাম করুন। জেনে নিন কিভাবে
Live Result
যারা যৌ’নমি’লনে কোন আনন্দ পান না বা যৌ’নমি’লনের পর বী’র্য নির্গত হয় না বা যাদের বী’র্য তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হ’স্তমৈ’থুন করে দুবর্ল হয়ে পড়েছেন,তাদের জন্য কার্যকরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *