Breaking News

ইউটিউব দেখে সন্তান জন্ম দিল ১৭ বছরের কিশোরী, রুম থেকে ভেসে এলো নবজাতকের কান্না

ভারতের কেরল রাজ্যের মলপ্পুরমে ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল ১৭ বছরের কিশোরী। তবে ঘুণাক্ষরেও টের পেলেন না কিশোরীর বাড়ির লোকেরা। শেষমেশ মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় ধাক্কা। দেখা দিল, কিশোরী মেয়ের কোলে শুয়ে তারস্বরে কাঁদছে সদ্যভূমিষ্ঠ। তড়িঘড়ি মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।

খবর ইন্ডিয়া টুডে। জানা যায়, বাবা-মায়ের সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী। তবে গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বের হয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর দিত, বিরক্ত কোরো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। যে কারণে সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের।

এদিকে, নিজেকে ঘরবন্দি করে প্রসব বেদনায় অস্থির ১৭ বছরের কিশোরী দেখতে থাকে কী ভাবে নিজে নিজেই সন্তানের জন্ম দেওয়া যায়। এ কাজে সে বেছে নেয় ভিডিয়ো স্ট্রিমিং সাইট ইউটিউব-কে। শেষ পর্যন্ত ২৪ অক্টোবর, ইউটিউবের ভিডিয়ো দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় সে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাধে তিন দিন পর, যখন সন্তান কেঁদে ওঠে।

পাশের ঘরে মায়ের সন্দেহ হয়, শিশুর চিৎকার আসছে কোথা থেকে? দরজা ধাক্কা দিতেই স্পষ্ট হয় সব কিছু। শিশু কোলে বসে কিশোরী মা! দ্রুত মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা ও শিশু, দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকেই খবর পেয়ে পুলিশ যায় সেখানে।

তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেফতার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী। দু’জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে গিয়েছিল দু’জনই।

পুলিশ সূত্রে খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কী ভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল যুবক। কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে পসকো আইনে অভিযুক্ত করে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের সম্পর্কের কথা পরিবারের জানা ছিল। এমনকি ওই কিশোরীর বয়স ১৮ হওয়ার পরই বিয়ের পরিকল্পনা ছিল দু’ পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *