Breaking News

বিমানবন্দর থেকে গ্রে’প্তা’র অভিনেতা সাইদুর রহমান পাভেল?

হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেফতার করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্বেগ। ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন। এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়।

নিজের নামের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান।

মঙ্গলবার(৩০ অক্টোবর) দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….’। আর এ নিয়েই নানা প্রশ্ন।

তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।

সাইদুর রহমান পাভেল ২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন জি বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’ এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা। পাভেলের সহজ স্বীকারোক্তি, তাকে ‘পাক্কা অভিনেতা’ হিসেবে পরিচিতি এনে দিয়েছে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *